অলিম্পিক স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের রোমাঞ্চকর হ্যাটট্রিকও বাঁচাতে পারেনি রিয়াল মাদ্রিদকে। বার্সেলোনার বিপক্ষে ৪-৩ গোলে হেরে লা লিগা শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ছিলো তুমুল উত্তেজনা। মাত্র ৫ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। পরে ১৪তম মিনিটে পুনরায় গোল করে রিয়ালকে আশা-ভরসার স্বপ্ন দেখান ফরাসি তারকা। তবে এখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।
এবার নিয়ন্ত্রণ নেয় বার্সা। এরিক গার্সিয়া ১৯ মিনিটে এক গোল শোধ দেন। এরপর লামিনে ইয়ামাল (৩২’) ও রাফিনিয়া (৩৪’, ৪৫’) গোল করে বার্সাকে ৪-২ ব্যবধানে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেও তা রিয়াল মাদ্রিদকে চূড়ান্ত লক্ষ্যে নিতে পারেনি। এই জয়ের ফলে লা লিগা টেবিলে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। তাঁদের বাকি আছে ৩ ম্যাচ। এই ৩ ম্যাচে ২ পয়েন্ট জোগাড় করতে পারলেই চ্যাম্পিয়ন নিশ্চিত।