ফেসবুকে গণঅভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্য করায় সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে পেটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীর অভিযোগ, শিবির কর্মীরা তাকে পিটিয়েছে। এমনকি তার রগ কেটে দেয়ার চেষ্টা করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি ইসলামি সংগঠন তালামীযে ইসলামিয়ার সক্রিয় কর্মী বলে জানা গেছে।
রিয়াদ জানান, ইসমাইল, সাদমান, রিয়াদ, আদনানসহ বেশ কয়েকজন তাকে রড দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পিটিয়েছে।
তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শুধু ফেসবুকে একটি মন্তব্যের মতো তুচ্ছ ঘটনায় সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান এই ঘটনার সাথে তার সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন।