প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের কর্মসূচিতে এবার কিছুটা ধীর গতি পরিলক্ষিত হতে পারে। বছরের শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে এবার বই তুলে দেয়া সম্ভব হবেনা।
সরকারে পটপরিবর্তন, শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, নতুন দরপত্র খোলা এবং ছাপা সংক্রান্ত বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
এবার ৪০ কোটিরও বেশি পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে প্রাথমিকের ১০ কোটি বই এবং মাধ্যমিকের ১০ কোটি বই জানুয়ারির ১ তারিখে দেয়া হবে। বাকি বই ছাপাতে আরও ১০ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
গুরুত্বপূর্ণ বইগুলো আগে ছাপিয়ে, কম গুরুত্বপূর্ণ বইগুলো পরে ছাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
২০১০ সাল থেকে বিনামূল্যে বই বিতরণের কার্যক্রম শুরু হয়। কিন্তু গত কয়েক বছর থেকে বছরের একেবারে শুরুতেই সব বই বিতরণ করা সম্ভব হয়নি।