এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। মো. ইউসুফ নামের ঐ বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল রাতে তাকে গনপিটুনি দেয়া হয়। পরে আহত অবস্থায় ঐ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। ঐ বৃদ্ধকে সেই মামলাতেই আটক দেখানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ঐ শিশুকে অভিযুক্ত ব্যক্তি নিজের ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ইউসুফকে ঘর থেকে ধরে এনে গণপিটুনি দেয়।