এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৮২৬ জন।
বুধবার (৯ এপ্রিল) সকালে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সমিতির হিসাব অনুযায়ী, ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৩১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৩২২ জন, আহত হয়েছেন ৮২৬ জন যাত্রী।
মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫১ জন ও আহত হয়েছেন ১৫৫ জন আরোহী।