এপ্রিলে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।
জানা গেছে, এ মাসে ২-৪টি মৃদু ও মাঝারি এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ৫-৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখি ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
এপ্রিলের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের নিয়ে গত ২৭ মার্চ এক বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে এ পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে পূর্বভাসের বিষয়টি প্রকাশিত হয়েছে।