রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে কর্মবিরতিতে নেমেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার সকাল ৯টা থেকে এনবিআরের প্রধান ফটকের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। এর ফলে কার্যত অচল হয়ে পড়েছে এনবিআরের কার্যক্রম।
গত ১২ মে অন্তর্বর্তী সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ – রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
শনিবার সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ ঘোষণা দেয়, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টম হাউস ও এলসি স্টেশন বাদে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
তাদের দাবির মধ্যে রয়েছে অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যান অপসারণ, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।