তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে। হার্টে রিং পড়ানোর পর তার জ্ঞান ফিরেছে। পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেছেন।
সোমবার (২৪ মার্চ) কেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে নেমে আকস্মিক ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে বিকেএসপির পাশে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেয়া হলেও শারীরীক অবস্থা বিবেচনায় সেটি সম্ভব হয়নি।
তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য তার একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়।
সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব জানান, ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।