রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবিসহ নতুন পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো উত্থাপন করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।
তাদের নতুন পাঁচ দফা দাবিগুলো হলোঃ
১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করা;
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা;
৩. সব বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী হওয়া;
৪. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা এবং
৫. উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দুই দিনের মধ্যে আলোচনার আয়োজন করা।
সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের রেখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মামুন আহমেদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না করলে কোনো সমাধান সম্ভব নয়। তাই আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি আমরা। এর মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বসতে হবে। সাত কলেজের সব প্রতিনিধি এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে বসে যে সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।