কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের একটি চাকা উড্ডয়নের সময় খুলে পড়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুতগতিতে নেয়া ব্যবস্থা এবং দক্ষ পাইলটের কারণে বিমানটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে ফ্লাইট নম্বর ৪৩৬-৮ কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসে। উড্ডয়নের সময় বিমানের পেছনের একটি চাকা খুলে পড়লে পাইলট সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের বিষয়ে অবহিত করেন।
বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকায় জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বিমানবন্দরে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রাখা হয়।
দুপুর আড়াইটার কিছু পর বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। এতে শিশুসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। তারা সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে।
বিমানের প্রকৌশল বিভাগ জানিয়েছে, একটি চাকা দিয়েও বিমানের জরুরি অবতরণ করানো যায়।