ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একসঙ্গে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার দুপুরের দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেয়ার সময় পথেই ৪ জনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।