জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে যদি কোনো ভুল সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গত ১৫ বছর ধরে তাদের দল কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, তাদের কোনো রাজনৈতিক র্যালি বা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
এছাড়া তিনি জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীনের বিচারের রায়কে যুক্তরাজ্যের বিচারপতিরা “জেনোসাইড অব জাস্টিস” বলে অভিহিত করেছেন।
এ সময় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
শফিকুর রহমানের মতে, এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণির মানুষ একত্রিত হয়ে ভূমিকা রেখেছে, যা জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়।