রমজান মাসের শেষের দশকের বিজোড় রাত্রীগুলোর মধ্যে যে কোন একদিন হলো লাইলাতুল কদরের রাত। এ রাতটি মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত। এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত বলা হয়। এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন।
লাইলাতুল কদরের এই বিশেষ রাতের সন্ধানে আল আকসায় বুধবার ১ লাখ ৮০ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করেছে।
গাজাবাসীর মুক্তি, আল্লাহর নৈকট্য ও ক্ষমাপ্রার্থনার জন্য ফিলিস্তিনিরা এদিন সমবেত হয়। তবে এ দিনেও তাদের ভোগান্তিতে পড়তে হয়।
ইসরায়েলি বাহিনীর সদস্যরা এসময়েও তাদের হেনস্থা করেন। আল আকসা প্রবেশে তারা কড়াকড়ি আরোপ করে। বিপুল সংখ্যক সেনাসদস্যের উপস্থিতি উপেক্ষা করে নামাজে আসে ফিলিস্তিনিরা।
আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করতে অনেককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তল্লাশি এবং চেক পয়েন্ট অতিক্রম করে আল আকসায় যেতে অনেকের বিকেল গড়িয়ে রাত হয়েছে।