এখন থেকে একজন গ্রাহক তার নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন। এত দিন এই সংখ্যা ছিল ১৫টি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ১৯ মে কমিশনের সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের কপি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিটিআরসি জানায়, অধিকাংশ গ্রাহক এত বেশি সিম ব্যবহার করেন না। জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা রোধ এবং আন্তর্জাতিক অনুশীলনের আলোকে সিম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জন্মনিবন্ধনের মাধ্যমে একজন গ্রাহক সব অপারেটর মিলিয়ে ১৫টি সিম নিতে পারতেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই সংখ্যা কমে আসবে ১০-এ।
এই পদক্ষেপের ফলে অপব্যবহার কমবে বলে মনে করছে বিটিআরসি।