একই দিনে ২৩টি নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে লাখো চাকরিপ্রার্থী। তাঁদের অনেকেই নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। তাঁদের সাথে প্রহসন করা হচ্ছে বলে অভিযোগ করছেন কেউ কেউ।
শুক্রবার (২৩ মে) একইসাথে ২৩টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রার্থী চরম সিদ্ধান্তহীনতা ও হতাশার মধ্যে পড়েছেন।
চাকরিপ্রার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে চাকরির আশায় আবেদন করেছেন নানা প্রতিষ্ঠানে। কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার তারিখ নির্ধারণ করায় অনেকেরই সব পরীক্ষায় অংশ নেয়া সম্ভব হয়নি। কেউ কেউ দুটি পরীক্ষার হলে পৌঁছাতে গিয়ে যানজটে আটকে পড়েছেন, কেউবা নিরুপায় হয়ে একটি পরীক্ষা বেছে নিতে বাধ্য হয়েছেন।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের অভিভাবকরাও। তাদের দাবি, বছরজুড়ে সরকারি চাকরির পেছনে ছুটতে থাকা হাজার হাজার তরুণ-তরুণী এই ধরনের সমন্বয়হীন সিদ্ধান্তে হতাশ হয়ে পড়ছেন। অনেকে পরীক্ষার ফরম পূরণে শেষ টাকা খরচ করেও সুযোগ পাচ্ছেন না অংশ নেয়ার।
চাকরিপ্রার্থীরা এই সমস্যার স্থায়ী সমাধানে নিয়োগ পরীক্ষাগুলোতে কেন্দ্রীয় সমন্বয়ের দাবি জানিয়েছেন।