করোনার পর ফের উদ্বেগ ছড়াচ্ছে Human Metapneumovirus বা HMPV ভাইরাস। একই দিনে এই ভাইরাসে তিনজন ভারতীয় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। কলকাতায় আক্রান্ত হয়েছে সাড়ে ৫ মাসের এক শিশুও।
তবে দুই মাস আগেও এক শিশুর দেহে এই ভাইরাস ধরা পড়েছিলো বলে দাবি করেছে পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও একই সময়ে মেটানিউমো ভাইরাসে আক্রান্ত অবস্থায় আরেক শিশুকে চিকিৎসা দিয়েছিলো তারা।
২০২০ সালে করোনা মহামারির পর চীনে নতুন এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। চীনের হাসপাতালগুলোতে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় ক্রমাগত বাড়ছে। বিশেষ করে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।
HMPV ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীত মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে উঠে।
সিডিসির তথ্যনুসারে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস । এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু ও বয়স্কদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই ভাইরাসটি বেশি ঝুকিপূর্ণ।