অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
হাসান আরিফের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নী জেনারেল ছিলেন। এছাড়াও ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।