পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ডাকা বিক্ষোভে রাজধানী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমন করতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং এ পর্যন্ত প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে পিটিআইয়ের পাঁচ সংসদ সদস্যও রয়েছেন।
আল জাজিরার খবর অনুযায়ী, সোমবার পিটিআই নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছান। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পিটিআই নেতা-কর্মীরা ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিলে, রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়, যার ফলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শহিদ নেওয়াজ জানান, পুলিশের হাতে চার হাজার পিটিআই সমর্থক গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেছেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হবে এবং ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, বিক্ষোভের সময় পাঞ্জাব প্রদেশে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পিটিআই চেয়ারম্যান গহর আলী খান সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই এর অগ্রগতি জানানো হবে।
ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে গহর আলী খান বলেন, পিটিআই নেতা এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন এবং বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।