ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুণ নির্বাপণের কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতো তা এখনও জানা যায়নি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।