ছুটির দিন শুক্রবারেও ভোরবেলা থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। বেলা বাড়তে শুরু করলে সূর্যের দেখা মিলে। কুয়াশা ক্রমশ কেটে যেতে থাকে। তবে অন্যান্য দিনের তুলনায় দেশের তাপমাত্রা কিছুটা কম ছিলো।
একইসাথে দেশের উত্তরবঙ্গের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় উত্তরের জেলাগুলোই শীতে বেশি ভোগে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়েছে, সেখানকার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এখানেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এদিকে গত বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারও দেশের তাপমাত্রা আজকের মতই থাকতে পারে। রবিবার থেকে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।