ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় ফিরছে মানুষ।
শনিবার ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।
যারা ঈদে ছুটি পাননি, তাদের অনেকে আবার ঢাকা ত্যাগ করার জন্য স্টেশনে ভিড় করছেন।
এই ঈদে যাত্রীরা তেমন একটা দুর্ভোগে পড়েনি। মহাসড়কে সেনা টহল জোরদারের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাও তেমন ঘটেনি।
তবে সদরঘাট লঞ্চঘাট থেকে ঢাকার ভেতরে ঢুকতে গিয়ে যানজটে পড়তে হয়েছে জনসাধারণকে।