সারা দেশে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগেই মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে।
এর প্রভাব পড়ছে ঈদুল আযহার প্রস্তুতিতে। বৃষ্টির কারণে কোথাও কোথাও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, ভোগান্তিতে পড়ছেন কেনাকাটা ও কোরবানির পশু কিনতে আসা মানুষজন।
ঈদের ছুটি শুরু হলে কর্মজীবীরা নিজ নিজ জেলায় ফিরতে শুরু করবেন, তবে অনেকে ইতোমধ্যেই পরিবারসহ রওনা হয়েছেন। বৃষ্টির কারণে যাত্রা পথেও দুর্ভোগ দেখা দিয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি হচ্ছে, তবে এখন নতুন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নেই। বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি চলবে। ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনার কিছু জায়গায় এক-দুই পশলা বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, ২ জুনের পর বৃষ্টিপাত কিছুটা কমলেও পুরোপুরি থামবে না। ঈদের দিন সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়জুড়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে ভ্যাপসা গরম অনুভূত হবে, যা ৭ জুনের পর আরও বাড়তে পারে।