আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে আজ শনিবার (৩১ মে) থেকে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে এই যাত্রার সূচনা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ৫ জোড়া (১০টি) বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোও চলবে পূর্বের শিডিউল অনুযায়ী এবং ঈদ উপলক্ষে এসব ট্রেনের নির্ধারিত ডে-অফ স্থগিত রাখা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন রুটে নিরাপত্তা জোরদারে জিআরপি, আরএনবি, র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে কড়া নজরদারি চলছে।
ঢাকায় কোরবানির পশু সরবরাহ নিশ্চিত করতে তিনটি ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ২ ও ৩ জুন দুটি ট্রেন দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে এবং ২ জুন একটি ট্রেন ইসলামপুর বাজার-ঢাকা রুটে চলবে।
শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্যও থাকবে দুই জোড়া বিশেষ ট্রেন।