ঈদের ছুটিতে সবাই নিজের স্থায়ী গন্তব্যে ফিরতে শুরু করেছে। তাই বাসা ত্যাগের পূর্বে জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় জিনিসের সংরক্ষণ জরুরি।
ঈদে বাসা ত্যাগের পূর্বে নিচের কাজগুলো অবশ্যই করবেন:
• প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে রাখুন।
• ঘরের সকল বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন।
• গ্যাস ও পানির লাইন ভালোভাবে চেক করে দেখুন। বাসা ত্যাগের পূর্বে বন্ধ করুন।
• ফ্রিজ ও ডাস্টবিন খালি করুন।
• বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান।
• পোষা প্রাণী থাকলে তাকে একা বাসায় রেখে যাবেন না।
• বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করুন ও তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না চেক করুন।
• বাসা থেকে বের হওয়ার আগে প্রতিটি কক্ষের একটি ছবি তুলে নিন।