ঈদের ফিরতি যাত্রার অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে।
আগামী ৪ এপ্রিলের টিকিট আজ পাওয়া যাবে। যাত্রীদের ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে রেলওয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেলওয়ের টিকিট বিক্রির কর্মসূচি দুইভাগে বিভক্ত। রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টায়।
অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে সাতদিন। পুরো টিকিটই অনলাইনে পাওয়া যাবে। তবে এই বিশেষ ব্যবস্থায় টিকেট রিফান্ডের সুযোগ থাকছেনা৷