২৯টি রোজা হলে এবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে হবে ৩১ মার্চ আর ৩০টি রোজা হলে ঈদ হবে ১ এপ্রিল। এই দু’দিনের যেকোন দিন দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই প্রশ্নই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।
এ সপ্তাহে ইতোমধ্যেই বেশ কয়েক জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। তবে গত বৃহস্পতিবার থেকে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা হ্রাস পায়।
পরে সোমবার থেকে তাপমাত্রা আবারো বাড়তে শুরু করে। গতকাল বুধবার দেশের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এই আবহাওয়াই আগামী কয়েকদিন বজায় থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
৩১ মার্চ বা ১ এপ্রিল এই তাপপ্রবাহই বজায় থাকতে পারে। তবে তীব্র তাপপ্রবাহ নয়। আবহাওয়াবিদরা বলছেন, ঈদের দিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম।
ঈদের দিনে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার ও সেন্টমার্টিনে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারাদেশের আকাশ পরিস্কার থাকতে পারে।