এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ৩ এপ্রিল আরও এক দিন ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ৩ এপ্রিল ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়ে।
নতুন এই সিদ্ধান্তের ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে সড়ক, রেল ও লঞ্চে বাড়তি যাত্রী চাপ কমাতে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের ঈদের ছুটি দুই-তিন দিন আগে দেওয়ার অনুরোধ করেছে।