ঈদুল আজহার আগেই বাজারে ৩টি নতুন নোট আসছে। ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটগুলোতে কোন ব্যক্তির ছবি থাকবে না।
শনিবার (২৪ মে) দুপুরে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, বাজারে তিনটি নোট আসছে খুব শিগগিরই। সেগুলো হচ্ছে, ১০০০ টাকা, ৫০ টাকা আর ২০ টাকার নোট। ঈদের আগেই আপনারা নোটগুলো দেখতে পাবেন।
গভর্নর জানান, নতুন টাকাগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকবে না। সেখানে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসব থাকবে।