পরিবারের সাথে ঈদ কাটাতে নিজ গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ। নিরাপদ ভ্রমণের লক্ষ্যে অনেকে ট্রেনকে বেছে নেন। তাই প্রতিবারের মতো এবারেও কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (৫ মে) কমলাপুরের দৃশ্য ভিন্নরকম ঠেকল। সবার হাতে ব্যাগ, পাশে পরিবার-পরিজন অথবা প্রিয় মানুষ। মুখে বাড়ি ফেরার আনন্দ উঁকি দিচ্ছে।
প্রতিটি ট্রেনই কানায় কানায় পূর্ণ। এমনকি অনেকে ভিড় ঠেলে ছাদেও চেপে বসেছেন।
তবে যাত্রীরাও অভিযোগ জানিয়েছে, অতিরিক্ত স্ট্যান্ডিং টিকেট দেয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। কাঙ্ক্ষিত জায়গা না পেয়ে হতাশও হয়েছেন কেউ কেউ।
ট্রেনে যাত্রীর চাপ থাকলে শিডিউল বিপর্যয় হয়নি। ঠিক সময়ে গন্তব্যের দিকে রওনা হচ্ছে ট্রেনগুলো।