রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মালেক খান (৪০)
এ ঘটনায় মো. ফারুক (৪০) নামের এক গাড়িচালক আহত হয়েছেন।
জানা গেছে, বিয়াম কার্যালয়ের ৫০৭ নম্বর রুমে গাড়িচালক ফারুকের সাথে আবদুল মালেক ঘুমিয়েছিলেন। এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে গেলে গুরুতর আহত হন মালেক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।