ইসরায়েলের তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বুধবার (২০ মার্চ) যুদ্ধবিরতি ভেঙ্গে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে তারা এ রকেট হামলা চালিয়েছে।
এর আগে মঙ্গলবার গাজা উপত্যকায় নৃশংস হামলা চালায় ইসরায়েল। হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। গাজায় নেমে আসে চরম মানবিক বিপর্যয়।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাঁদের পক্ষ থেকে তেল আবিব শহরে ‘এম-৯০’ রকেট ছোঁড়া হয়েছে।
হামলার পর পুরো তেল আবিবে সাইরেন বেজে উঠে। দিগ্বিদিক ছোটাছুটি করে ওই এলাকার মানুষরা।