গত ১ দিনে গাজায় ইসরায়েলের হামলায় আরও ৪৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৩ জন।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া এ বিবৃতিতে জানানো হয়, ইসলায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪৪ হাজার ৩৩০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।
হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
২০২৩ সালে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তাদের এলোপাতাড়ি গুলিতে ১২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। এরপরই ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে,যা এখনও চলছে।