ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গতকাল শুক্রবার হামাস এক বিবৃতিতে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে।
সেই সাথে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হামাস।
দোহাভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পাশাপাশি একে সম্মান দেখানো হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত।’
তবে এখনও গাজায় ইসরায়েলের আগ্রাসন থামেনি। হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। এদিকে উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে আনার জন্য বেশ কয়েকটি দেশ কাজ করে যাচ্ছে।