ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের সময় বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন।
এ ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।