ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী থাকা ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা সকলেই নারী ও শিশু।
গতকাল রবিবার যুদ্ধবিরতি কার্যকরের পর শর্ত মেনেই তাদেরকে মুক্তি দেওয়া হয়।
তবে ইসরাইলে ঠিক কতজন ফিলিস্তিনি আটক রয়েছেন, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
মুক্তি পাওয়া শিশুদের ইসরায়েলি সেনার ওপর পাথর ছোঁড়ার অভিযোগে আটক করা হয়েছিল। তবে প্রশাসনিকভাবে অনেককে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক করেছে তারা।
জানা গেছে, ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ধরে নেওয়া অন্তত ১০ হাজার মানুষ ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর হামাস তাদের কাছে জিম্মি থাকা ৩ জন ইসরায়েলিকে ছেড়ে দিয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।