ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরও এক শীর্ষ নেতা ইসমাইল বারহুম মারা গেছেন।
রোববার (২৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েল বিমান হামলা চালালে সেখানে তার মৃত্যু ঘটে।
এই হামলায় হামাসের ঐ শীর্ষ নেতার সাথে প্রাণ হারিয়েছেন স্বাস্থ্যকর্মীসহ আরও ৫ ফিলিস্তিনি।
ইসমাইল বারহুম হামাসের আর্থিক বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
ইসরাইয়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইলকে গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন বলে জানান তিনি