ইসরাইলি বাহিনীর অভিযানে একদিনে গাজা উপত্যকায় চার পরিবারের ৩৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০৮ জন।
সোমবার (২ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সিএ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় চার পরিবারে ৩৭ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছে।
অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় উদ্ধারকারী দলের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হলেও ইসরাইল আগ্রাসন থামায়নি। গাজায় এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৪৪ হাজার ৫০০ জন মারা গেছেন।