বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ অবরোধ করে রাখে ইসকন সদস্যরা। পরে পথচারী ও স্থানীয় জনতা তাদেরকে সরিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। এসময় একজন চিন্ময় বাবুকে মুক্তি না দিলে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে বলে হুশিয়ারি দেন।
সোমবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে অর্ধ-শতাধিক ইসকন সদস্য অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে গাড়িতে থাকা যাত্রী এবং সাধারণ জনতা তাদেরকে সরিয়ে দেয়।
এদিকে চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন ও ঢাকায় লংমার্চ করার ঘোষণা দিয়েছেন ইসকনের সদস্যরা।
তবে ইসকন সদস্যদের অভিযোগ শাহবাগে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে। এতে তাদের অনেকে আহত হয়েছে।
রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশে তন্ময় নামে আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি চিন্ময় বাবুকে মুক্তি না দিলে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে বলে হুশিয়ারি দিয়েছেন।