ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুযায়ী শপথ নিতে আর কোনো বাধা নেই। তার বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ মে) এই আদেশ দেন।
রিট আবেদনে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং তাকে শপথ গ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে আদালত রিটটি খারিজ করে দেওয়ায় তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পথে আইনি কোনো বাধা থাকছে না।