ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে তার কর্মী-সমর্থকরা নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে।
আজ শনিবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেন তাঁর হাজারো সমর্থক। পরে সকাল ১১টায় তাঁরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগোলেও প্রবেশপথে ব্যারিকেডে আটকে দেওয়া হয়। পুলিশি নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা না করে কিছুক্ষণ স্লোগান দিয়ে তাঁরা নগর ভবনে ফিরে এসে অবস্থান নেয়।
বিক্ষোভকারীদের ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’— ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন ডিএসসিসির সাধারণ কর্মচারীরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সব কার্যক্রম বন্ধ রাখে। আজও ডিএসসিসির সাধারণ কর্মচারীরা আন্দোলনে একাত্মতা জানিয়েছে। নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে মঞ্চ বানিয়ে অবস্থান কর্মসূচি চলছে।