যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুশিয়ারি জানিয়ে বলেছে, পরমাণু সংক্রান্ত আলোচনা ব্যর্থ হলে ইরান মহাবিপদে (গ্রেট ড্যাঞ্জার) পড়বে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি এ হুশিয়ারি দেন।
এসময় তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন।
ট্রাম্প বলেন, আগামী শনিবার ইরানের সাথে পরমাণু বিষয়ে সরাসরি আলোচনা হবে। আমি মনে করি, ইরানের কোন পারমাণবিক অস্ত্র থাকতে পারেনা।
তিনি বলেন, আলোচনা ফলপ্রসু না হলে ইরানের জন্য খারাপ দিন অপেক্ষা করছে। ইরান মহাবিপদে পড়বে।
শনিবার যদি এ আলোচনা অনুষ্ঠিত হয় তবে এটি হবে ২০১৫ সালের পর প্রথম ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি কোন বৈঠক।