ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
রোববার রাতভর দেশটির বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ হুতি নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু হুতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।