শারজাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের ঝোড়ো সেঞ্চুরিতে ২৭ রানের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা তেমন একটা ভালো করতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ওভারেই মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ তামিম। এর কিছু পরেই এলবিডব্লিউ হয়ে ১১ রানের ঝুলি নিয়ে মাঠ ছাড়েন লিটন দাস।
তবে এরপরেই শুরু হয় আসল চমক। তিন নম্বরে নেমে পারভেজ হোসেন ইমন খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস।
তাওহীদ হৃদয়ের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলের হাল ধরেন তিনি। হৃদয় ২০ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ইমন খেলেন ঝোড়ো ইনিংস। মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করে গড়েন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এবং এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ছক্কার রেকর্ড। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুতে তেমন ভালো করতে পারেনি। দলীয় ৪১ রানের মাথায় প্রথম দুই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ৫৪ রান করা অধিনায়ক ওয়াসিম এবং ৩৫ রান করা রাহুলকে ফিরিয়ে দেন তানজিম সাকিব।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি বাকি ব্যাটাররাও। শেষ দিকে গলার কাঁটা হয়ে দাঁড়ানো আসিফ খানকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।
এরপর শেষ ওভারে মেহেদী হাসান নেন দুটি উইকেট। ফলে নির্ধারিত ওভারে ১৬৪ রানে থেমে যায় আরব আমিরাতের ইনিংস।