ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় বোনা এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক নদীতে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিনজন নারী। আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তারা বর্তমানে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (স্থানীয় সময়) এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনইয়েলেহ সিমিয়ন এক বিবৃতিতে জানান, ট্রাকটি একটি সেতুতে ওঠার পরিবর্তে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। রাস্তার তীব্র আঁকাবাঁকা প্রকৃতি এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিমিয়ন আরও জানান, দুর্ঘটনার শিকার যাত্রীদের অধিকাংশই একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ফলে অনেক পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল, যা দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে স্থানীয় প্রশাসন কাজ করছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।