টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে।
মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভি অনুসারিদের মধ্যে গতকাল রাতভর এ সংঘর্ষ হয়।
এই ঘটনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা।
মঙ্গলবার রাত ৩টা থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় নিহত ৩ জনের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। অন্যদিকে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, ময়দানের পরিস্থিতি এখন শান্ত। ময়দান সাদ পন্থিদের দখলে আছে।