মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনেস্কিকে স্বৈরাচার বলে উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেছেন, স্বৈরশাসক জেলেনেস্কির দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। এসময় মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ায় জেলেনেস্কির সমালোচনা করেন তিনি।
এর আগেও ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য জেলেনেস্কিকে দায়ী করেছিলেন।