বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল-শাম (এইচটিএস) এর ১২ দিনের প্রচেষ্টায় পতন ঘটে সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের।
আসাদের পতনের পর এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি প্রকাশ্যে আসেন। তাকে ঘিরে সিরিয়ার নাগরিকরা উল্লাস করেন। তাকে স্বাগত জানান।
ঐতিহাসিক উমাইয়া মসজিদ থেকে দেয়া বার্তায় জোলানী বলেন, এই বিজয় সমগ্র মুসলিম জাতির ইতিহাসে নতুন অধ্যায়। এটা এই অঞ্চলের একটা টার্নিং পয়েন্ট। মাত্র ১২ দিনে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি।
তবে আসাদের পতনের দিনেও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
দামেস্কের একটা গবেষণা কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্রও আইএসএলের অবস্থান লক্ষ্য করে সিরিয়ায় অন্তত ৭৫টি বিমান হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনর্গঠনের জন্য সিরিয়াবাসীর এটাই সুযোগ। কোন সন্ত্রাসীগোষ্ঠী যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে তৎপর ওয়াশিংটন।