বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে নতুন ক্যারিয়ারের পথে এগিয়ে যাচ্ছেন। এবার তাকে ঘরোয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ।
এশিয়ান লিজেন্ডস লিগে তামিম ইকবালের দল বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করবেন তার একসময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, টুর্নামেন্টে তাদের সঙ্গে আরও বেশ কিছু নামী ক্রিকেটারও খেলবেন, যারা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলে থাকেন।
টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ, সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালস দলের বিপক্ষে। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিরুদ্ধে খেলবেন তারা। এশিয়ান লিজেন্ডস লিগের পরিসমাপ্তি হবে ১৮ মার্চ।
বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রোটিয়া ক্রিকেটের সাবেক তারকা হার্শেল গিবস।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক),তামিম ইকবাল,নাঈম ইসলাম,নাদিফ চৌধুরী,আরিফুল হক, জিয়াউর রহমান,শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু,মুক্তার আলী,ইলিয়াস সানি,জুবায়ের হোসেন,শফিউল ইসলাম,নাজিমউদ্দিন।