ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়েছিলো নেইমার আল হিলাল ছেড়ে তাদের ক্লাবে আসছে। ব্যাপারটা অনেকের কাছে নিছক গুঞ্জন মনে হয়েছিলো।
কিন্তু সেই গুঞ্জনই সত্যি হলো এবার। আল হিলাল জানিয়েছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমার তাদের ক্লাবের সাথে চুক্তি বাতিলে রাজি হয়েছে।
গত রাতে এক বিবৃতিতে আল হিলাল জানায়, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি।’
এর আগে ২০২৩ সালে ব্রাজিলিয়ান এই তারকা আল হিলালে যোগ দেন। এই ক্লাবের সাথে তার চুক্তি ছিলো বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের। কিন্তু সেখানেও তিনি তার সেরাটা দিতে পারেননি। চোট ও বিবিধ কারণে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ।
তবে শুরুর দিকে নেইমারের যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দেয়ার আভাস পাওয়া গিয়েছিলো। পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। সেখানেই হয়ত ফিরছেন নেইমার।