আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “আলোচনার আনুষ্ঠানিকতা থাকলেও কার্যকর কোনো অগ্রগতি নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী বলে অপপ্রচার চালাচ্ছে।”
এসময় তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, “ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে।”